রিজিক বন্ধের বা নষ্টের যাদুর লক্ষণ রয়েছে এখন করনীয় কি প্লিজ জানাবেন
আয় রোজকার এ কোন বরকত নাই আয়ের থেকে ব্যায় বেশি অসুস্থতা ঘরে লেগে থাকে বাট ডাক্তার কোন রোগ পায় না এখন ব্যাংক লোন হয়ে যাচ্ছে ব্যায়ের জন্য ঘরে ছোট ছোট বিষয় নিয়ে স্বামী স্ত্রী এর সাথে সারাক্ষণ অশান্তি চলে কোন শান্তি নেই অন্য কোন চাকরির ভাইভা হওয়ার আগেই বন্ধ হয়ে যায় বা ডাকে না যোগ্যতা থাকার পরেও
উন্নতি নেই কোন এখন করনীয় কি
আসসালামু আলাইকুম
রিজিক আল্লাহ তরফ থেকে আসে।সেই রিজিক(বিয়ে) মানুষের বন্ধ(কুফরি) করার ক্ষমতা কিভাবে হয়?
আল্লাহ যেদিন রাখছে,সেদিনই হবে।কুফরি বিশ্বাস করি,কিন্তু তা কি আল্লাহ দেওয়া সময় কে আগে পিছে করার ক্ষমতা রাখে,বাধাবিঘ্ন সৃষ্টি করে তা বুঝি কিন্তু তবে আমরা এই যে হুজুর, কবিরাজ,রুকাইয়া,একে অন্য কে দোষরোপ করি ধৈর্য এর মধ্য বর্তি সময় এ এগুলো কি আমাদের ঈমান, ধৈর্য এর পরীক্ষা?
কুফরি আমার প্রাপ্ত রিজিক বন্ধ করে বা সময় আগে পিছে করার ক্ষমতা রাখে?